Top

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ বিষয়ে ওরিয়েন্টেশন

৩০ মার্চ, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ বিষয়ে ওরিয়েন্টেশন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে ২ দিন ব্যাপি বাল্যবিবাহ বিরোধ আইন-বিধিমালা কর্ম পরিকল্পনা এবং শিশু সুরক্ষা এবং অধিকার বিষয়ে ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার ওরিয়েন্টেশন উদ্বোধন করেন জেলা প্রশাসক .মাহবুবুর রহমান।

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আখতার মোল্লা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনা করেন আরডিআরএস এর জেলা সমন্বয়কারী সৃজল তিগ্যা, “বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ প্রকল্পের” বিভাগীয় ব্যবস্থাপক দীপক চন্দ্র নাথ। ওরিয়েন্টেশনে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ অংশ নেন।

শেয়ার