Top

ঠাকুরগাঁওয়ে ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন

০২ এপ্রিল, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

বাজারে ঠিকাদারি কাজের নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে প্রাক্কলিত মূল্য বাড়ানো এবং নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

ঠাকুরগাঁও জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে শনিবার (২ এপ্রিল) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে সমিতির সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠিকাদার তপন কুমার ঘোষ, মুরাদ হোসেন, বেলাল হোসেন, মতিউর রহমান প্রমুখ।

পরে নির্মাণ সমাগ্রী (রড, সিমেন্ট, বিটুমিন, ইট, পাথর) এর মূল্য হ্রাস করণ, বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে চলমান ঠিকাদারী নির্মাণ কাজের প্রাক্কলিত মূল্য বৃদ্ধিকরণ ও জরিমানা ব্যতিত কাজের সময়সীমা বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

শেয়ার