Top

ঘন কুয়াশায় বিপর্যস্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি

২৮ জানুয়ারি, ২০২১ ৮:৪১ পূর্বাহ্ণ
ঘন কুয়াশায় বিপর্যস্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি

ঘন কুয়াশায় এলোমেলো হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৯ টা ৪৫ মিনিটে বিমানের মাস্কাটগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট শিডিউল পরিবর্তন করে তা বৃহস্পতিবার সকাল ১০ টা করা হয়।

তবে এ বিষয়ে যাত্রীদের আগে অবহিত না করায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজালাল বিমানবনন্দরে এসে ভোগান্তিতে পড়েন বিমানের মাস্কাটগামী যাত্রীরা। একইভাবে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিমানের জেদ্দাগামী ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সময়নিউজকে জানান, ঘন কুয়াশায় ভিজিবিলিটি না থাকায় ফ্লাইট শিডিউল মতো যেতে পারছেনা। এতে অনেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার বিমান ৮৬ জন যাত্রীর আবার কোভিভ টেস্ট করিয়েছে। এর চেয়ে বেশি আমরা আর কি করতে পারি। কুয়াশার ওপর তো আমাদের হাত নেই।

তবে বিমানের অপারেশন সূত্র জানিয়েছে কুয়াশার পাশাপাশি ক্রু সংকটের কারণে বিমানের শিডিউল ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে।

ঘন কুয়াশায় ভিজিবিলিটি বা দদৃষ্টিসীমা ৮০০ মিটারের নীচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়।

শেয়ার