Top

সাতক্ষীরার পৌর মেয়র চিশতির বরখাস্তের আদেশ স্থগিত

২৩ জুন, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
সাতক্ষীরার পৌর মেয়র চিশতির বরখাস্তের আদেশ স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে তার পদ থেকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু সায়ীদ ও তানভীর আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

এর আগে গত ১৫ জুন সাতক্ষীরা পৌরসভার বিএনপি দলীয় মেয়র তাজকীন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে মার্চ ২০১৬ হতে জুন ২০২১ পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসহ যথাযথভাবে বিল আদায় না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া ১৪২৩-১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছরে সাতক্ষীরা পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা বকেয়া রয়েছে। পাশাপাশি ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় করে তা সরকারি খাতে জমা করা হয়নি এবং ওই সময়ের ইজারালব্ধ অর্থ হাট-বাজার ইজারা নীতিমালা ২০১১ অনুযায়ী বণ্টন না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাজকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরার পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পরে ওই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। সেই রিটের শুনানি নিয়ে তার বরখাস্তের আদেশ স্থগিত করলেন হাইকোর্ট। এর ফলে তিনি তার পদে থেকে দায়িত্বপালন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

শেয়ার