Top
সর্বশেষ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

০৩ ডিসেম্বর, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় এঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এঘটনা ঘটে।

এবিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শারমিনের মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

শেয়ার